এক রাজা যায় ঘুরে ফিরে
আরেক রাজা আসে
রাজাদের ছল চাতুরী দেখে
বিবেক মোদের হাসে।
সব রসুনের একই …??!!….
প্রবাদ আছে দেখি
দেশ দরদী নেতাদের হায়!
সব দরদ ই মেকি।
এক লুটেরা লুটে গেলো
আবার এলি তোরা
চেঁটে-পুটে সব খেলি যে
কি খাবো আর মোরা?
বক্তৃতা আর বিবৃতিতে
ফলাস দেশে সোনা
দুর্নীতিতে ভরে গেছে
দেশের সকল কোনা।
মোদের ঘামের টাকা দিয়ে
গাড়ী-বাড়ী হাকাস
না খেয়ে যে মরলো কতো
একটি বার কি তাকাস।
জনগনের ঘাম ঝরিয়ে
দুর্নীতি সব পালিস
বিচারের দিন আসলো বলে
পিঠে বাঁদিস বালিশ। । ।
----------------------------------
স্বপ্নবাজ মামুন